বুধবার বিকালে কালচিনির রাজাভাত চাবাগানের নিকাশি নালায় একটি মৃত চিতাবাঘ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বনকর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করেন। ময়নাতদন্ত এর জন্য দেহটি প্রাণী হাসপাতালে পাঠানো হয়েছে। চিতাবাঘটির গলায় সামান্য ক্ষত দেখা গেছে। মনে করা হচ্ছে বাগানের ফেন্সিঙের ব্লেডে প্রথম জখম হয় এবং পরে ক্ষত সংক্রমণ হওয়ায় এটির মৃত্যু হয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...