আজকে এডিলেড ওভালে ভারতীয় বোলার রা অস্ট্রেলিয়া কে বেঁধে রাখলেন মাত্র ১৯১রানে ।ভারতের
হয়ে প্রথম ইনিংসে শুধু মাত্র ৫৫ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন ।উমেশ যাদব ৪০ রানে নেন তিনি উইকেট ,জাসপ্রিত বুমরা নেন ৫২রানে ২ টি উইকেট ।মোহাম্মদ স্বামী খুব ভালো বল করলেও কোনো উইকেট নিতে পারেননি ,তবে আজ সকাল ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে ।