ব্রিটেনে করোনা আক্রান্তের হার উত্তরুত্তর বৃদ্ধি এবং তার সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর হার বাড়ায় রোগীর ভারে
সঙ্গিন হাসপাতাল গুলির অবস্থা ।সংক্রমণ কমাতে তাই সেই দেশের সরকার গতকাল শনিবার থেকে টায়ার নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ডে । তিন কোটি ৮০ লক্ষ্য ইংল্যান্ড বাসি কে নজর বন্দি করার পরিকল্পনা রয়েছে ।২৬ সে ডিসেম্বর থেকে ৬ সপ্তাহের লক ডাউন ঘোষণা করেছে |উত্তর ইংল্যান্ড প্রশাসন এবং ওয়েলস করেছে অনির্দিষ্টকালের জন্য ।