মেদিনীপুরের বিজেপির সভা কি তৃণমূলের জন্য আশঙ্কা তৈরি করবে ??

গতকাল বিমান বিভ্রাটের কারণে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতা পৌঁছান গভীর রাত্রে ।আজকে  সবকিছু ঠিকঠাক থাকলে মেদিনীপুর কলেজ  মাঠে  অমিত শাহের সভাতে ,শুভেন্দু অধিকারী সহ  বেশ কিছু  তৃণমূলের বিধায়ক ও নেতা নেত্রীর বিজেপি তে যোগদান প্রায় নিশ্চিত । শেষ পাওয়া খবর থেকে যা জানা যাচ্ছে শুভেন্দু সহ  তৃণমূলের ৪ বিধায়ক /বিধায়িকা  বর্ধমান পূর্বের সাংসদ  সুনীল মন্ডল  ও সিপিএম  থেকে আশা দুই বিধায়িকা দীপালি বিশ্বাস ও তাপসী  মন্ডল  বিজেপির পতাকা হাতে  নিতে পারেন ।