পশ্চিমবঙ্গে সারা ফেলেছে দুয়ারে সরকার প্রকল্প

গত  দুই সপ্তাহ ধরে চলা  রাজ্য সরকারের দুয়ারে সরকার  কর্মসূচি ঘিরে মানুষের যে উন্মাদনা দেখা গিয়েছে তাতে অপুলত  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।  তিনি  তার টুইটে  বলেন গত দুই সপ্তাহে  ১ কোটির ও বেশি মানুষ রাজ্য জুড়ে চলা  দুয়ারে  সরকার প্রকল্পে ১০,০০০ ও বেশি শিবিরে যোগাযোগ করেছেন ।রাজ্য সরকারের সর্বস্থরের  আধিকারিকরা  যেই ভাবে এই প্রকল্প  কে এগিয়ে নিয়ে  যেতে সাহায্য করেছেন তাদের  অভিনন্দন জানা তিনি ।