আইএস এলে চেন্নাইয়ের জয়

খেলা শুরুর ৫ মিনিটে সিলভেস্টার  কর্নার থেকে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন। তাঁর শট সোজা গোলে ঢুকে যায়। ৯ মিনিটের মাথায় গোল শোধ করে দেয়  গোয়া।  বিরতিতে ফল হয় ১-১। এর পর দ্বিতীয়ার্ধে   সিলভেস্টারের পাস থেকে রহিম আলী আবার গোল করে চেন্নাইকে ২-১ গোলে এগিয়ে দেন। এখন দুদলেরই ৮ পয়েন্ট হয়েছে।