অমিতের ছবির নীচে রবীন্দ্রনাথ

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত  শাহ আসার আগেই শান্তিনিকেতনে শুরু হয়ে গেল ফ্লেক্স বিতর্ক। আগামী ২০ তারিখে অমিত শাহ এখানে আসছেন জেলা বি জে  পি ফ্লেক্স ,ফেসটুন ও পতাকা দিয়ে  সারা শহর মুড়ে দিয়েছে। কিন্তু ফ্লেক্সে দেখা যাচ্ছে প্রথমে অমিত শাহ,মাঝে রবীন্দ্রনাথ ও নীচে সাংসদ  অনুপমের ছবি। অমিত শাহের নিচে কবিগুরুর ছবি অনেকে মেনে নিতে পারেননি। আজ অনুপম অমিত শাহের পদযাত্রার  রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধ  করেন।