ধূপগুড়ি বাজারে আগুন

বৃহস্পতিবার রাত দুটোর সময় ধূপগুড়ি বাজারে আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিন ও ২ টি পাম্প সমানে চেষ্টা করে চার ঘন্টা পর আগুন আয়ত্তে আনে। এই আগুনে  মশলাপট্টি ,চুড়িপট্টি ও কাপড়পট্টির ১১৪ টি দোকান পুড়ে ছাই  হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায় নি। তবে অনেকের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।