সিবিআই মেনে নিল হাথরাসের গণধর্ষণ

রাজ্য পুলিশ অস্বীকার করলেও সিবিআই হাথরাসের দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার কথা মেনে নিয়েছে। এই  ঘটনায়  চারজনের  বিরুদ্ধে  সিবিআই চার্জশিট তৈরী করেছে এবং জানিয়েছে এই চারজনই  গণধর্ষণ ও নির্যাতনে যুক্ত। এরা  চারজন  ১৪ই সেপ্টেম্বর ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ করে অত্যাচার চালায়। দিল্লির এক হাসপাতালে তরুণীর মৃত্যু হলে  পরিবারের বিনা সম্মতিতে ৩০ শে  সেপ্টেম্বর রাতের অন্ধকারে মৃতার শব পুড়িয়ে দেওয়া হয়।