শীতকাল কবে আসবে এই হাহাকারের মধ্যে থেকেই গতকাল থেকে রাজ্যে শীত ঝেড়ো ব্যাটিং শুরু করেছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে উত্তর প্রদেশ ও বিহার হয়ে উত্তরে হাওয়া বয়ে আসছে বাংলাতে ।গতকাল দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি ,পানাগড়ে ৫ ব্যারাকপুরে ৭.৯ দমদমে ১০.৮ এবং কলকাতা তে ছিল ১২.৫, আজকে রাতে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে পারদ আরো নামার সম্ভাবনা ।