আজ মুখোমুখো রয় কৃষ্ণ ও সুনীল ছেত্রী।মোহনবাগান এখনো ৬ ম্যাচ খেলে চারটি জিতেছে ও ১টি ড্র করেছে। হেরেছে মাত্র একটিতে। বেঙ্গালুরু কোন ম্যাচে হারেনি।তারা তিনটি জিতেছে ও তিনটি ড্র করেছে। হাবাস বলেন তাদের লক্ষ্য ভালোভাবে মার্কিং করা ও বিপক্ষকে গোল করতে না দেওয়া। বেঙ্গালুরু কোচ কুদ্রাত বলেন মোহনবাগান সংঘবদ্ধ দল হিসাবে খেলছে এবং রক্ষণ খুব ভাল।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...