আগামী ২৯ সে ডিসেম্বর মমতার পাল্টা রোড শো বোলপুরে

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিপুল জনসংখ্যা নিয়ে রোড শো  করেছিলেন  বোলপুরের চৌরাস্তা থেকে ডাক বাংলো  অব্দি । তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী আগামী ২৮ সে ডিসেম্বর বোলপুরেই  একটি প্রশাসনিক বৈঠক করবেন ।তার পরে আগামী  ২৯ সে ডিসেম্বর বোলপুরের ওই একই রুটে  বিজেপি কে চ্যালেঞ্জ করে পাল্টা রোড  শো  করবেন । আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোট যুদ্ধ পুরো পুরি  ভাবে শুরু হয়ে গিয়েছে ।