কোরোনার নতুন প্রজাতির আক্রমণে স্তব্ধ হলো ব্রিটেনের জনজীবন

ব্রিটিশ গবেষক রা লন্ডন এবং তার আশে  পাশে নতুন যে ভাইরাসের বিস্তার দেখেছেন সেটি কে তারা নিউ ভ্যারিয়েন্ট অর্থাৎ  নতুন বৈশিষ্ঠের ভাইরাস বলে বর্ণনা করেছেন ।তবে এই ভাইরাসটি করোনার  চেয়েও বেশি প্রাণঘাতী কিনা সেই প্রমান এখনো মেলেনি ।তবে জানা যাচ্ছে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই বিশেষজ্ঞ রা  বলেছিলেন যে অন্য যেকোনো ভাইরাসের মত  করোনা ভাইরাসের এই নতুন প্রজন্মতি মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হতে পারে । এই কারণে ফ্রান্সের সঙ্গে  ব্রিটেনের যোগাযোগ  বন্ধ বন্ধ হয়ে গিয়েছে ।