খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বড়দিন কে আরেকনামে ডাকা হয় সেটা হলো খ্রীষ্টমাস ,এটি হলো একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব ।২৫ সে ডিসেম্বর তারিকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই দিনটি সারা বিশ্বে পালিত হয় । তবে এই দিনটি যীশুর প্রকৃত জন্মদিন কিনা তাই নিয়ে বিতর্ক আছে ।আদি যুগীয় খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী জানা যায় এই তারিকে ঠিক নয় মাস পূর্বে মাতা মেরির গর্ভে প্রবেশ করেন যীশু ,সম্ভবত ,এই হিসাব অনুসারেই এটিকে যীশুর জন্মদিন ধরা হয় ।