ভালো খেলেও হেরে গেলো জামশেদপুর এফসি

গোয়া  জামশেদপুর কে  ২-১ গোলে হারাল। ৩৩ মিনিটে গোল করে এগিয়ে যায় জামশেদপুর। গোল করেন স্টিভন এজে। ৬৪ মিনিটে ইগর আঙ্গুলো পেনাল্টি থেকে গোল শোধ করেন। ৮৭ মিনিটে ভালস্কিসের শট বারে  লেগে গোল লাইনের ভেতরে পড়ে  বাইরে বেরিয়ে আসে। কিন্তু রেফারী ও লাইনসম্যানরা  গোল দেন নি। অতিরিক্ত সময়ে ইগর গোল করে গোয়াকে  ২-১ গোলে এগিয়ে দেন।