ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার আগে ৯ জন ফুটবলারকে ছেড়ে দিতে চলেছে। এর মধ্যে আছে বলবন্ত,লিংডো ,সামাদ আলী,বিনীত ,গুরতেজ ,অভিষেক প্রভৃতি খেলোয়াড়। বিদেশি খেলোয়াড় জোসুয়া আমাদী চোটে কাহিল। তাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় ক্যালাম উডসকে নেওয়া হতে পারে। কোচ ফওলার ২৮-২৯ জন খেলোয়াড় চাইছেন। এর বেশি হলে অনুশীলনে অসুবিধা হচ্ছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...