ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার আগে ৯ জন ফুটবলারকে ছেড়ে দিতে চলেছে। এর মধ্যে আছে বলবন্ত,লিংডো ,সামাদ আলী,বিনীত ,গুরতেজ ,অভিষেক প্রভৃতি খেলোয়াড়। বিদেশি খেলোয়াড় জোসুয়া আমাদী চোটে কাহিল। তাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় ক্যালাম উডসকে নেওয়া হতে পারে। কোচ ফওলার ২৮-২৯ জন খেলোয়াড় চাইছেন। এর বেশি হলে অনুশীলনে অসুবিধা হচ্ছে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...