উত্তরবঙ্গে ফসলের গোড়া পোড়ানোতে দূষণ বাড়ছে

কৃষি ও পরিবেশ দপ্তরের শত চেষ্টাতেও নাড়া  পোড়ানো বন্ধ হয়নি। এটা  দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও কেউ তার  তোয়াক্কা করেন না। ধান কাটার পর ধানগাছের অবশিষ্ট অংশ মাঠেই পুড়িয়ে দেন কৃষকেরা। ফলে দূষণ বাড়ছে। সারা উত্তরবঙ্গ জুড়ে এই সমস্যা বাড়ছে। এতে জমির উর্বরতা ও গাছের খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বের উষ্ণায়ন ও পরিবেশ দূষণের জন্য নাড়া  পোড়ানো বন্ধ করার দাবি উঠেছে।