প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর ৯৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৫ সে ডিসেম্বর শুক্রবার
রাজধানী দিল্লির সংসদ ভবনে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী ।এই উপলক্ষে লোকসভার সচিবালয় দ্বারা প্রকাশিত ,সংসদে অটল বিহারি বাজপেয়ী এক স্মৃতিখন্ড নামক এক পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । এই বইটিতে তার সংসদে দেওয়া ভাষণ গুলি লিপিবদ্ধ আছে ।