বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক অধিকর্তা জানালেন যে করোনা ভাইরাসের নয়া স্ট্রেনের হদিশ
মিলেছে ইউরোপের ৮ টি দেশে । এটির উল্লেখযোগ্য দিক হলো এটি কম বয়েসীদের মধ্যে ছড়াচ্ছে যেটি আগের স্ট্রেনে দেখা যায়নি ।পরিস্থিতির উপরে তারা কড়া নজর রাখসে বলে জানান আঞ্চলিক অধিকর্তা হান্স ক্লুজ এই পরিস্থিতিতে মাস্ক স্যানিটাইজার ও আরো বেশি করে বিধি নিষেধ মেনে চলার নির্দেশ দেন তিনি ।