ইসলামপুরে জাতীয় সড়ক দখল করে কানকি সবজি বাজার বসে।সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত রাস্তা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।পুলিশ,বিএস এফ, সরকারি কর্মীরাও এখানে বাজার করেন। পাঞ্জিপাড়ায় মার্কেটিং ইয়ার্ড থাকলেও দোকানপাট না বসানোয় জাতীয় সড়কেই সবজি নিয়ে বসেন চাষিরা। চাষিরা বলেন দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও তারা নিরুপায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...