কাজ শেষ করার নির্দেশ মন্দিরের

২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারী  আগুনে দেবী চৌধুরানী ,ভবানী পাঠকের মন্দির  ও বিগ্রহ সম্পূর্ণভাবে  পুড়ে যায়। মন্দির তৈরির জন্য আগেই সরকারি অর্থ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।এবারে বিগ্রহ  তৈরিতেও আর্থিক সহায়তা দেওয়া হবে। মন্দির নির্মাণের কিছু কাজ বাকি আছে। এর মধ্যেই বিগ্রহ তৈরির কাজ শুরু  করা হবে। পুরানো আদলেই মন্দির ও বিগ্রহ  নির্মিত হবে। আগামী মার্চের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দেওয়া  হয়েছে।