খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্বামী বিবেকানন্দের ১৮৬৩ সালের ১২ জানুয়ারী মকর সংক্রান্তির দিনে কলকাতার সিমলা অঞ্চলে আইনজীবী বিশ্বনাথ দত্তের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন ।তারা ছিলেন ৯ ভাইবোন ,বিবেকানন্দের মধ্যম ভাইয়ের নাম ছিল মহেন্দ্র নাথ দত্ত ।তিনি ছিলেন বিশিষ্ট লেখক তার কনিষ্ঠ ভাই ভূপেন্দ্র নাথ দত্ত ছিল সাম্যবাদী নেতা এবং গ্রন্থাগার । ছেলেবেলাতে স্বামী বিবেকানন্দ খুব দুরন্ত ছিলেন তাকে
সামলানো তার মায়ের পক্ষ কষ্টকর ছিল ।