খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৮৮১ সালে তৎকালীন জেনারেল এসেম্বিলিস ইনস্টিটিউশন ,বর্তমান স্কটিশ কলেজে পড়ার সময় তিনি অধ্যাপক উইলিয়াম হেস্টিংয়ের কাছ থেকে রামকৃষ্ণ দেব সম্পর্কে জানতে পারেন ।ওই বছর নভেম্বর মাসে সুরেন্দ্র নাথ মিত্রের বাড়িতে রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্র নাথের সাখ্যাৎকার হয় এক ধর্ম সভাতে ।নরেন্দ্র নাথের গান রামকৃষ্ণকে মুগ্ধ করে ।তিনি তাকে দক্ষিণেশ্বরে আসার জন্য আমন্ত্রণ জানান ,এবং তাদের সাখ্যাত হয় ১৮৮২ সালে ।