প্রতিষেধক প্রদানে পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে

গত ১৬ জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গ জুড়ে করোনা প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল ।গতকাল ১১ তম দিনে
রাজ্যের ৩৬৭ টি কেন্দ্রে প্রতিষেধক দেওয়া হয় ২০,৭৬৭ জন কে (৫৭%)।যদিও লক্ষ্য মাত্রা ছিল ,কো উইন আপের সমস্যা এই দিন ও বোঝায় ছিল ।এত অসুবিধা সত্ত্বেও গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে সারা দেশে করোনা প্রতিষেধক দেয়ার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে ।