অমিত শাহ না আশাতে হতাশা বাড়ছে মতুয়া কর্মকর্তা গোসাঁইদের মধ্যে

গতকাল বনগাঁর ঠাকুরবাড়ির মাঠে মতুয়া দের ডাকা জনসভাতে বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র
মন্ত্রীর ,কিন্তু গত পরশু সন্ধ্যাতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটানোতে তিনি পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন । সভা বাতিল হওয়াতে হতাশা বেড়েছে মতুয়া গোসাঁই ও সমর্থকদের মধ্যে । গতকাল তাদের শান্ত করতে মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয় ও মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর বলেন “অমিত শাহ যে কোনো দিন যে কোনো সময় এসে সেই সভা করবেন ,তাই সভা মঞ্চ ভাঙা হলো না “।