অনুৎপাদক সম্পদ চিন্তায় ফেলেছে আইসিআই সি আই ব্যাঙ্ক কর্তৃপক্ষ কে

গত তৃতীয় ত্রৈমাসিকে আইসিআইসি আই ব্যাঙ্কে সামগ্রিক মুনাফা বেড়েছিল ১৭.৭১%,কিন্তু করোনার জেরে তাদের এনপিএ বৃদ্ধি পাওয়াতে চিন্তা তে রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । খুচরো ঋণে এনপিএ এসে দাঁড়িয়েছে ৩.১১%।ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে মোট ঋণে তাদের এনপিএ হয়েছে ৪.৩৮%,সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না থাকলে তা বেড়ে দাঁড়াতো ৫.৪২% যার মোট টাকাহতো ৮,২৮০ কোটি টাকার বেশি ।