গত তৃতীয় ত্রৈমাসিকে আইসিআইসি আই ব্যাঙ্কে সামগ্রিক মুনাফা বেড়েছিল ১৭.৭১%,কিন্তু করোনার জেরে তাদের এনপিএ বৃদ্ধি পাওয়াতে চিন্তা তে রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । খুচরো ঋণে এনপিএ এসে দাঁড়িয়েছে ৩.১১%।ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে মোট ঋণে তাদের এনপিএ হয়েছে ৪.৩৮%,সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না থাকলে তা বেড়ে দাঁড়াতো ৫.৪২% যার মোট টাকাহতো ৮,২৮০ কোটি টাকার বেশি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...