পয়লা ফেব্রূয়ারি সংসদে পেশ করা রাজ্যের অর্থমন্ত্রীর বাজেট বিষশ্লেষণ করে বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন
সোনা এবং রুপোতে আমদানি শুল্ক কমে যাওয়া তে ইতিমধ্যেই রাজ্যে সোনার দাম এসে পৌঁছে চে ৪৬০০/৪৭০০ প্রতি গ্রামে যা পূর্বের মূল্যথেকে কমপক্ষে ৩০০ টাকা প্রতি গ্রামে কমেছে ।কমেছে গ্রাম প্রতি রুপার দাম ও ।তবে পরিকাঠামো ক্ষেত্রে কৃষি সেজ লাগু হওয়াতে যতটাসোনা রুপার দাম কমার কথা ছিল ততটা কমেনি । তবে কেউ যদি লগ্নি করতে চায় তবে সোনার দামের উপরে নজর রাখতে হবে ।