আলুর বাজার নিম্নমুখী। তার ওপর ধসা রোগের জন্য আলু চাষীদের মাথায় হাত কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ধসা রোগ আলু চাষের ওপর প্রভাব ফেলবে। উত্তরবঙ্গে প্রচুর পরিমানে আলুচাষ হয়। সব জমির আলু ধস রোগে আক্রান্ত। কিছু জমির আলু পুরো নষ্ট হয়ে গেছে। অনেকবার কীটনাশক প্রয়োগ করেও ফল পাওয়া যায় নি। আলুচাষিরা জানান এবারে আলু বীজের দাম বেশি। প্রতি বিঘায় খরচ প্রায় ৩০ হাজার টাকা। এর ওপর ধসা রোগে আলু নষ্ট হলে তাদের পথে বসতে হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...