প্রচলিত প্রথাতে সরস্বতী পুজো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মা সরস্বতীর পুজো বাংলার গ্রামে গ্রামে ও শহর অঞ্চলের প্রতিটি বাড়িতে পালিত হয় ।শহর অথবা আধা শহরের ক্লাবগুলি তে অনুষ্ঠিত হতে দেখা যায় বিশেষ করে বিদ্যালয় গুলিতে ছাত্র ও ছাত্রীরা স্নান করে বাসন্তী রঙের জামা কাপড় পরে তাদেরবিদ্যালয়গুলিতে ভিড় করছে মা সরস্বতীকে অঞ্জলি দিতে । বিংশ শতাব্দীতেও দেখা যেত শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা অথবা সংস্কৃত গ্রন্থ ,শ্লেট ও দোয়াত ও কলমে সরস্বতী পুজো করতো ।