সরস্বতী পুজো ও বর্ধমানের মহারাজ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম বাংলার বর্ধিষ্ণু জেলা বর্ধমান যেটা বাংলার খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত সাবেককালে সেইখানকার মহারাজা ধুম ধাম ও জাঁকজমক করে এই পুজোর আয়োজন করতো ।দূর দূরান্ত থেকে মানুষ শোভাযাত্রা করে বিসর্জন দেখতে আসতো ।পূজা উপলক্ষে দুই ঘন্টা আতশ বাজি ও পোড়ানো হত ।তবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমোর অর্ধে ।