জিএসটির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সারা দেশ জুড়ে ব্যবসায়ী সংগঠন গুলির

আগামী ২৬ সে ফেব্রূয়ারি সারা দেশ জুড়ে জিএসটি লাগার ক্ষেত্রে কেদ্রীয় সরকারের ঔপনিবেশিক আইন
বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান সিএআইটি ।সংগঠনের দাবি তাদের এই ডাকে সারা দেশ জুড়ে ৪০,০০০ব্যবসায়ী সংগঠন সারা দেবে । তারা বলেন জিএসটির মাধ্যমে একই পণ্যের উপরে একাধিক হারে কর বসানো হয় । এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেনক্রেতা এবং বিক্রেতা উভয় ,তাই জিএসটি সরলীকরণের জন্য তাদের এই ধর্মঘট ।