শুক্রবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ৫৯ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন ব্রাইট ।সেই ব্রাইট কেই ৮২ মিনিটের মাথায় পেনাল্টি বক্সে ট্রিপ করে ফেলে দিয়েছিলেন হায়দ্রাবাদের গোল রক্ষক মিতেই ,ম্যাচ রেফারি মিতেই ন্যায্য পেনাল্টি দেয়নিলাল হলুদ শিবির কে ।তার পরেই লাল হলুদ সহকারী কোচ বলেন “পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত করা হলো আমাদের ,প্রায় সব ম্যাচেই জঘন্যরেফারিংয়ের শিকার হচ্ছি আমরা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...