রফতনি কমছে ভারতের গয়না শিল্পের

২০২১ সালে শেষ হওয়া জানুয়ারী মাসের পরিসংখ্যান বলছে দেশ থেকে গয়না ও দামি পাথরের রফতনি ৭-৮% কমেছে।জেম এন্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে জানুয়ারী মাসে রফতানি অঙ্ক চলো ২৭০কোটি ডলার ,যা ২০২০ সালের জানুয়ারী তে ছিল ২৯০ কোটি ডলার ।গত এপ্রিল ২০২০ থেকে জানুয়ারী ২০২১ অব্দি রফতানি কমেছে ১৯.২৪%।