খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৪৩ নম্বর আসনটির নাম হলো হাবিবপুর ,বিধায়ক জোয়েল মুর্মু (বিজেপি)। ৪৪ নম্বর আসনটি হলো গজোল বিধায়িকা হলেন দীপালি বিশ্বাস যিনি ডিসেম্বর ২০২০ তে বিজেপি যোগদান করেন । ৪৫ নম্বর আসনটি বিধায়ক আসিফ মেহবুব (আইএন সি ) ।৪৬ নম্বর আসনটি হরিশ্চন্দ্রপুর বিজয়ী প্রার্থী আলম মুস্তাক (আইএন সি )। ৪৭ নম্বর আসনটি হলো মালতীপুর জয়ী প্রার্থী নাম আল বেরুনী জুয়েল কার্নান (আইএন সি )।৪৮ নম্বর আসনটি হলো রতুয়া বিধায়কের নাম সমর মুখার্জি যিনি জুলাই ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে টিএমসি তে যোগদান করেন ।৪৯ নম্বর আসনটি হলো মানিকচক বিজয়ী প্রার্থীর নাম মোহাম্মদ মোস্তাকিন আলম (আইএন সি )।৫০ নম্বর আসনটি হলো মালদহ বিজয়ী প্রার্থীর নাম ভূপেন্দ্র নাথ হালদার (আইএনসি )।৫১ নম্বর আসনটি হলো ইংরেজ বাজার জয়ী প্রার্থীর নাম নীহাররঙ্গন ঘোষ যিনি নভেম্বর ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন । ৫২ নম্বর আসনটি হলো মোথাবাড়ি বিধায়িকার নাম সাবিনা ইয়াসমিন যিনি ২০১৮ জুলাই তে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।৫৩ নম্বর আসনটি হলো সুজাপুর প্রার্থী ঈশা খান চৌধুরী (আইএনসি )।৫৪ নম্বর আসনটি হলো বৈষ্ণবনগর বিজয়ী প্রার্থীর নাম স্বাধীনকুমার সরকার (বিজেপি)।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...