গতকাল ব্রিগেডে বামফ্রন্ট, কংগ্রেস ও আই এস এফের ডাকা যৌথ ব্রিগেড সমাবেশ অতীতের রেকর্ড জনসংখ্যার নিরিখে ছাড়িয়ে গেলো, কিন্তু চোখে পড়লো যখন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে প্রবেশকরেন আব্বাস সিদ্দিকী ,মোহাম্মদ সেলিম তাকে ভাষণ স্থগিত রাখার জন্য অনুরোধ করেন ।যা মেনে নিতে পারেনি অধীর চৌধুরী তিনিবক্তব্য বন্ধ করে নেমে আসার চেষ্টা করলে বিমান বসু আবার তাকে বুঝিয়ে পোডিয়ামে ফেরত পাঠান ।যতদূর বোঝা যাচ্ছে বামেদের সাথে|আই এস এফের রফা হয়ে গেলেও কংগ্রেসের সাথে আসন সমঝোতা এখনো হয়নি ।কংগ্রেস কে প্রচ্ছন্ন হুঁশিয়ারি ও দিয়েছেন আব্বাস সিদ্দিকী ।
রাজ্য
দলের বাড়তি মেধ ধরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস
সূত্রের খবর ২০২৫ শালের প্রথমেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক করেন অভিষেক ,মমতা এবপং সুব্রত বক্শি । জানা যাচ্ছে সেই খানে সংগঠন ও...