গত রবিবার ব্রিগেডে সদ্যগঠিত আইএসএফের সদস্য সংখ্যার উপস্থিতি ছিল সর্বাধিক ।প্রবীণ কিছু বামপন্থীদের মতে করোনা কালে বামপন্থী মন্ত্রে উজ্জীবিত হয়ে তরুণ ও বয়স্ক সমস্ত বাম মনোভাব সম্পন্ন মানুষ রা যেই ভাবে চাকরির দাবিতে নবান্ন অভিযান গোটা করণকালে শ্রমজীবী ক্যান্টিন চালানো এবং ন্যায্যমূল্যে যেই ভাবে আনাজের বাজার চালিয়ে মানুষ কে সহায়তা দিয়েছিলেন ,তারাই কি প্রকারান্তে ভোট বাক্সে ধর্মীয় নেতার হাত ধরলেন শেষ অব্দি ?এর মূল্য কি দিতে হবে ভোটে ?
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...