গতকাল প্রদেশ কংগ্রেস দফতরে আসন্ন বিধানসভা ভোটে জোটের বার্তা কে এগিয়ে নিয়ে যেতে সংযুক্ত মোর্চার শরিক হিসাবে কংগ্রেসের ৯২ টি আসনে লড়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে । পাশাপাশি কংগ্রেস কে আইএসএফ কে আসন কিছু ছাড়ার জন্য নমনীয় হতে আবেদন করেছে বামফ্রন্ট ।অধীর বাবু জানান বামেদের সঙ্গে আমাদের ৯০% আসন রোফাই চূড়ান্ত । ব্রিগেডেরঘটনাতে দুঃখ প্রকাশ করেছেন আব্বাস ও অধীর দুইজনেই ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...