সোনা যাচ্ছে আগামী ৭ ই মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার পরদিনই বামলার বামফ্রন্ট তাদের প্রথম দুই দফার
সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভার পরের দিন ।উল্লেখ যোগ্য ভাবে বামফ্রন্টের প্রার্থী তালিকা তে থাকবেন প্রবীণদের থেকে বেশি নবীন মুখ । জানা যাচ্ছে জেএনইউ ছাত্র নেত্রী ঐশী ঘোষের নাম রয়েছে ওই তালিকাতে । প্রথম দুই দফার ৭ টি আসনেরমধ্যে বামফ্রন্ট তাদের নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবেন ,তাদের জোট কংগ্রেস ও আই এস এফ তাদের নিজের মত করে প্রার্থী তালিকা
ঘোষণ করবেন ।