গরুপাচার কাণ্ডে সিবিআই ফের তলব করলো রাজ্য পুলিশের কর্তা কল্লোল গড়াই কে ।সিবিআইয়ের তরফে
জানানো হয় গরু পাচার কাণ্ডে তিন আইপিএস অফিসার সহ ১২ জন পুলিশ অফিসার কে তলব করা হয়েছিল ।বর্তমান রাজ্যে তিন পুলিশঅধিকর্তা কল্লোল গনাই অংশুমান রায় ও তথাগত বসু কে নোটিশ জারি করা হয়েছিল ।সেই নোটিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাকরে কল্লোল গনাই ও অংশুমান রায় তার শুনানি এখনো হয়নি ।তবে তথাগত বসু সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন ।