১৯৫২ সালে বিধানসভা নির্বাচন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৫২  সালে  পশ্চিমবঙ্গে  প্রথম  বিধানসভা  নির্বাচন হয়  ৩১ সে মার্চ । এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্ব মোট ১৫০ টি আসন জিতে ক্ষমতায় আসীন হন ।বিধানসভা তে তখন সর্বমোট  আসন ছিল ১৮৭।৯৪ টি আসন জিতলে ই  ক্ষমতায় আসা যেত ।ভারতীয় জাতীয় কংগ্রেস মোট ভোটের  ৩৮.৮২% পায় ।অপরদিকে সিপিআই  ২৮ টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের  মর্যাদা  পান তাদের ভোট ছিল ১০.৭৬%।প্রথম মুখ্যমন্ত্রী হন জাতীয় কংগ্রেসের বিধান চন্দ্র  রায় বৌবাজার কেন্দ্র টি জিতে এবং প্রধান  বিরোধী  নেতা  হন জ্যোতি বসু  বরানগর কেন্দ্র টি জিতে ।