খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৬২ সালের ৮ই মে অনুষ্ঠিত হয় তৃতীয় বিধানসভা নির্বাচন ।সর্বমোট আসন সংখ্যা ছিল তখন ২৫২।ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসীন হন ১৫৭ টি সিট্ জিতে ।জাতীয় কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র সেন আরামবাগ পূর্ব আসনটি জিতে ।প্রাপ্ত্য আসন সংখ্যা ছিল ৪৭.২৯%।প্রধান বিরোধী দলের মর্যাদা পান সিপিআই ।তাদের প্রাপ্ত্য আসন সংখ্যা ছিল ৫০।তারা ভোট পান ২৪.৯৬%।প্রধান বিরোধী নেতা ছিলেন জ্যোতি বসু বরানগর আসনটি জিতে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...