খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে চতুর্থ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৬৭ সালের ২৫ সে ফেব্রূয়ারি ।সর্বমোট আসন সংখ্যা ছিল ২৮০ টি ।প্রফুল্ল চন্দ্র সেন ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আরামবাগ কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হন ।কংগ্রেস যেতে ১২৭ টি আসন এবং তার জোট সঙ্গীরা হন বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি ।কংগ্রেসের ভোট % ছিল ৪১.১৩।অপরদিকে প্রধান বিরোধী নেতা হন জ্যোতি বাবু সিপিআইয়েমের তরফে বরানগর কেন্দ্র টি জিতে ।সিপিএম ও তার জোট সঙ্গীরা পান ৪৩ টি আসন ।বাংলা কংগ্রেসের আসনে গিয়েছিলো ৩৪ টি আসন ,প্রাপ্ত্য ভোট সংখ্যা ১০.১৬%।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...