১৯৬৯ সালের পঞ্চম বিধানসভা নির্বাচন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৬৯ সালে পঞ্চম বিধানসভা নির্বাচনে  ইউনাইটেড ফ্রন্টের তরফ থেকে মুখ্যমন্ত্রী হন  অজয় মুখার্জি ।তিনি যুক্ত ফ্রন্টের তরফ থেকে মুখ্যমন্ত্রী হন ইউনাইটেড  ফ্রন্টের ব্যানারে ।তারা পেয়েছিলেন ৩৩ টি আসন ।তাদের সাপোর্ট করে সিপিআইএম ৮০টি আসন দিয়ে ।ওপর দিকে সিপিআই ৩০ টি আসন ফরওয়ার্ড ব্লক ২১ টি আসন এবং আরএসপি ১২ টি আসন দিয়ে সাপোর্ট করেন অজয় মুখার্জিকে ,অপরদিকে ৫৫ টি আসন প্রধান বিরোধী দলের তকমা পান ভারতীয় জাতীয় কংগ্রেস ।