খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৭২ সালে পশ্চিমবঙ্গে সপ্তম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় । ২১৬ টি আসন নিয়ে জাতীয় কংগ্রেস (আর )পেয়ে ক্ষমতায় আসীন হন ।মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায় ।কংগ্রেস (আর ) পায় ৪৯.০৯% ভোট ।সিপিআইএম ১৪ টি আসন` পায় সিপিআইএম দল এবং তাদের ভোটের % হয় ২৭.৪৫।কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সিপিআই পান ৩৫টি আসন ।তাদের ভোটের % হয় ৮.৩৩।অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (ও) পান ২টি আসন ভোট % হয় ১.৪৭, এস ইউসি পায় ১টি আসন ভোট % ১.৪৭। সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার হন এই সরকারের ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...