খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৮৭ সালে দশম বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল ।সাতগাছিয়া কেন্দ্র থেকে নির্বাচিত হয় জ্যোতি বসু সিপিআইএম দলের তরফে এবং মুখ্যমন্ত্রী হন ।সিপিআইএম দল পান ১৮৭ টি আসন ,ভোট % ৩৯.৩০।ভারতীয় জাতীয় কংগ্রেস পায় ৪০ টি আসন ভোট % ৪১.৮১।মোট আসন ছিল ২৯৪ টি । বামফ্রন্ট পেয়েছিলো ২৫২ টি আসন , ফরওয়ার্ড ব্লক পেয়েছিলো ২৬ টি আসন ,আরএসপি ১৮ টি আসন ,১১ টি আসন পেয়েছিলো সিপিআই ,মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লক পান ২ টি আসন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...