গতকাল কাঁথিতে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর গৃহে তাকে শুভেছা জানাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ ও রাজ্যের সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় । তিনি শিশির বাবুর বাড়িতে আথিতেয়তা গ্রহণ করেন ও দুইজনের মধ্যেএকান্তে কিছু আলোচনা হয় ।শিশির বাবুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন ছেলে ,শুভেন্দু এখনো আমাকে কিছু বলেনি তিনি বললেই আমি প্রধানমন্ত্রীর সভাতে যাবো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...