আজ বিকেলেই কি প্রকাশ্যে আসবেন তৃণমূল নেত্রী ?

আজকে আসন্ন বিধানসভা ভোটের প্রচারে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল
কংগ্রেস ।সেই কর্মসূচির শেষে হাজরা মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছে । নন্দীগ্রামে আহত হওয়ার পরে আজকে তিনি প্রকাশে এসে উহিল চেয়ারে বসে সেই চেয়ারে বশে বক্তব্য রাখবেন ।তার পরে আজকে রাতেই তিনি চলে যাবেন দূর্গাপুর এবং সেইখানে রাত কাটিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন সভা করার জন্য ।