আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মুখে কালিম্পঙ জেলা থেকে বিমল পন্থী তথা আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী শুভ প্রধান ।তিনি এক ভিডিও বার্তা দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন ।কিন্তু তিনি কোন দলে যোগ দেবেনসেটি এখনো স্পষ্ট নয় । এই শুভ প্রধান গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং পন্থীদের অন্যতম মুখ ছিলেন কালিমপংয়ে ।কালিমপং পুরসভারচেয়ারম্যান ও ছিলেন তিনি । শুভ প্রধানের দল ছাড়া নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি বিমল গুরুং শিবির ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...