পূর্বতন রাজারহাট (সংরক্ষিত ) বিধানসভাটি ভেঙে ২০১১ সালে নতুন দুটি বিধানসভা করা হয় ।একটি হলো রাজারহাট -গোপালপুর অন্যটি হলো রাজারহাট -নিউটউন । এটি উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত একটি অসংরক্ষিত বিধানসভা যেটি ১৬ নম্বর দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ।২০১১ সালের জনগণনা মতে এই বিধানসভার ভোটার সংখ্যা হলো ১৯২,২২৫। রাজারহাট-গোপালপুর গঠিত হওয়ার পরে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এইখান থেকে জয়ী হন পূর্ণেন্দু শেখর বোস তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে । ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এইখান পুনর্নির্বাচিত হন এবং পশ্চিমবঙ্গ মন্ত্রী সভার সদস্য হন ।তিনি ভোট পেয়েছিলেন ৭২,৭৯৩ টি (৪৪.৩৮%)। এই বিধানসভাটি ভিআইপি রোডের পাশে কিন্তু এইখানকার ভিতরকার রাস্তাঘাট,জল এবং আলোর সমস্যা এখনো সুষ্ঠ ভাবে সমাধান হয়নি । আর সব বিধানসভার মতো এইখানেও বেকারত্ব,শিক্ষা ও স্বাস্থ্যের সময়সা আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...