বিধাননগর বিধানসভা সল্টলেক মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত ,ও দক্ষিণ দমদম মিউনিসিপাল্টি ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত । এখানকার বুথ সংখ্যা হলো ২৭৭ টি । এইখানকে ২০১১ সাল এবং ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু পুনর্নির্বাচিত হন যিনিরাজ্যের দমকল মন্ত্রী । এই বিধানসভাতি মূলত সমাজের বর্ধিষ্ণু লোকেদের বাস।এই এলাকার ব্লকগুলি এবং আসে পাশের সন্নিহিত অঞ্চলগুলি রাস্তাঘাটের সমস্যা প্রচুর ।সেই সঙ্গে রয়েছে কেষ্টপুর খালের নিকাশি ব্যবস্থা উন্নত না হওয়াতে মশার সমস্যা ,পাশাপাশি পরিশ্রুত পানীয়জল ও আলোর ব্যবস্থা অপ্রতুল ।সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা কম ।অনেক অঞ্চলে গণপরিবহন ব্যবস্থা নেই।